Birbhum

Mar 01 2023, 18:31

গ্রামবাসীদের মধ্যে চাঁদা তুলে পানীয় জলের সমস্যার সমাধান


বীরভূম:- বীরভূম জেলার রামপুরহাট ১নং ব্লকের মাশরা গ্রামপঞ্চায়েতের চাঁদনী গ্রামে ১৫০ টি পরিবারের বসবাস। দীর্ঘদিন ধরে গ্রামবাসী পানিয়জলের সমস্যায় ভুগছেন। গ্রীষ্মকালীন তাপপ্রবাহের ফলে হয়তো আরো পানিয়জলের সমস্যায় ভূগতে হতে পারে।সেই কথা উপলব্ধি করে ৯০ টি পরিবার উদ্যোগী হয়ে নিজেদের মধ্যে চাঁদা তুলে প্রাই ২০০০ ফুট পানীয় জলের পাইপ লাইনের কাজ শুরু করে নজীর সৃষ্টি করে।

প্রায় তিন চারদিন পরিশ্রম করে মাটি খননের কাজ শেষে পাইপ লাইন বসাতে শুরু করেছে।উদ্যোগী গ্রামবাসীদের পরিস্কার বক্তব্য স্থানীয় পঞ্চায়েত ও বিডিও অফিসে জানানো স্বত্ত্বেও কোন পানীয় জলের কোন সমাধান হয়নি। তাই নিজেরা ব্যক্তিগত চাঁদা দিয়ে এবং একত্রে কোমর বেঁধে মাঠে নেমে পড়া হয়।তাদের আরও বক্তব্য যে,ভোট আসলে নেতা মন্ত্রী কে দেখা যায় বাড়ির দরজায়।কিন্তু ভোট শেষ তো নেতাদের দেখাও শেষ । তাই আগামী পঞ্চায়েত নির্বাচনে ভোট বয়কটের পথে যেতে পারি বলে হুঁশিয়ারি।

এ সম্পর্কে মাশরা পঞ্চায়েতের প্রধান দিলীপ কিস্কু জানান বিষয়টি আমার জানানেই, তাই কোন কথা বলতে পারব না।

পরে যদিও রামপুরহাট ১ নং ব্লকের সাধারণ সম্পাদক সৈয়দ মইনুদ্দিন হোসেন জানান ভোটের পরে কাজ শুরু হবে। তাছাড়া কোন রাজনৈতিক দল এ কাজটা করেনি গ্রামবাসীরা নিজেদের স্বার্থে এটা করেছে, এটাকে আমরা সাধুবাদ জানাই।